___নিঝুমের জন্য__
__এম এ মাসুদ রানা__
নিঝুম রানী নিঝুম রানী
আপন মনে থাকো?
নইলে কেমন করে এমন
নতুন ছবি আঁকো।
কমলা-হলুদ লাল- নীল আর
কত্তো রঙ্গের ছবি,
আঁকছো তুমি আপন মনে
দুলিয়া মাথার চুল।
লাল পোষাক আর নীল পোষক
নৃত্য দেখে দেখে,
নৃত্যের ছবি আঁকছো বুঝি
রং তুলির রং মেখে।
নিঝুম রানী ছবির দেশে
ছবির মাঝে থাকো,
আমার নিজের জন্য
একটি সুন্দর ছবি আঁকো।