~~~~ নারী
~~ এম এ মাসুদ রানা
হে মুসলিম নারী তোমরা
অনেক কিছু বলো
তোমরা শোন, তোমরা শোন,
পার্লারে কেন চলো?
ওজুর পানির চেয়ে পবিত্র
মেকাআপ আর নাই ?
পৃথবীতে আছে ভলো মন্দে
দেখে বলো হাই হাই।
তোমাদের সৌন্দর্যের প্রকৃত রুপ
বেরঙ্গের মেকআপে চুপ
তাই তোমরা সহ্য করতে পারো না
প্রকৃতির মিষ্টি ধুপ।
তোমরা দুনিয়াবি মেকআপ ছেড়ে
অযুর পানিতে নাও ধুয়ে
দীন ইসলামের পথে চলো তবে
তোমাদের রূপ পরবে চুয়ে।
রচনাকাল ৮/৫/২০১৯