মনের বচন
এম এ মাসুদ রানা

আবার হবে তো দেখা
শেষ দেখা নই তো,
আবার হবে তো কথা
শেষ কথা নই তো।

আবার আসবে তো কাছে
শেষ আসা নই তো,
আবার বসবে তো কাছে
শেষ বসা নই তো।

আবার হবে তো মজা
শেষ মজা নই তো,
আবার হবে তো হাসা
শেষ হাসা নই তো।

আবার হবে তো চলা
শেষ চলা নই তো,
আবার হবে তো বলা
শেষ বলা নই তো।