_________ মন ___________
_____ এম এ মাসুদ রানা ________
""""""""""""''''''''""'''''"'''''''''''''''''''''''''''''''''''''''''''
চোখে থাকা রঙিন স্বপন
আমি ভাসিয়েছি কবেই,
চোখের ঝরানো জলে,
তাই বেদনা নিয়েছে কোলে।
মন তবুও আশায় থাকে
স্বপ্নগুলো কোন দিন
আসবে ফিরে পাবে বলে
সব যাতনা যাবো ভুলে।
যতই বলি এই মনকে
স্বপ্ন খুজে পাবে না।
এই মনে আছে স্বপ্নের আসন
মানে না আর কোন শাসন।
আশাও আর ছাড়ে না,
স্বপ্নও তো আর ফিরে আসে না।
পথগুলো আর হারিয়ে যায় না
মন ধরে কথায় কথায় বাহানা।