_____ মিথ্যাবাদী
___ এম এ মাসুদ রানা
স্বার্থপর চোখ ও দুঃখময় হাসি
বিদীর্ন চোখ পাথরের ঢেউ।
সঙ্কটময় চোখ ও আষাঢ়ে নদী
ফসিল চোখ আঁধারের কেউ।
ভ্রান্ত চোখ ও টলমল নদীর জল
জখম চোখ একাকী বৈরাগী।
আমানত চোখ ও অধিক ধর্মীয়তা
মিথ্যাবাদী চোখ এক নষ্ট দীঘি।
জলসা চোখ ও গার্স্থালী সম্পত্তি
রাখালী চোখ দারিদ্র চোষা।
আহত চোখ ও বিষাক্ত কথা
দ্রব্য চোখ শুধু মন কষা।
রচনাকাল ০৯/০৩/২০১৯