____ মন
__এম এ মাসুদ রানা

এই মনের শহরে,
কোথায় আছো তুমি।
আমি কাঁদি আর খুজি
আফসোস.....!
আজো নিখোঁজ আছো কি?
এই ভালবাসার নগরে,
কোথাও নেই তুমি।
তবে কি ভাববো
আমি হেরে গেছি,
না-না-না-না-না
আমি হারি নাই
আজো ভালবাসি তোমায়।