মাফ করে দাও খোদা
                এম এ  মাসুদ  রানা

কবিদের কাব্য শৈলী থমকে গেছে
পরে গেছে চারিদিকে আর্তনাদ।
উচ্চবিত্তকে করোনায় করছে কাত
নিম্নবিত্ত খিদায় নিচ্ছে মরণের স্বাদ।

করোনা পেতে রেখেছে  মরণ ফাঁদ
সবাইকে করে সবাই নিরাশা।
ফেলতে পারে না তো কেউ নিঃস্বাস
আতংকের মাঝে করতেছে মানুষের বাস।

ঘোরে সবাই জনে জনে,
আলাপ করে সবার সাথে ফোনে ফোনে।
হবে কি করে করোনা থেকে আজাদ
করতে চাই না কেউ নির্ঘাত মরণকে সাক্ষাৎ।

সবকিছু ছেড়ে তুলেছি খোদার কাছে হাত
আমাদের কৃতকর্মের জন্য হয়েছে মোদের লাজ।
পেতে চাই সবাই সুস্থ জীবনের স্বাদ
হে মেহেরবান আমাদের করে দাও মাফ।