ললনা
এম এ মাসুদ রানা

ছলনাময়ীর ছলনা
মমতাময়ীর মমতা
দ্বয়কে বলে সবাই ললনা
তাদের নিয়ে কিছু বলো যাবে না।

ছলনার ছলাকলায়
সর্বক্ষণে থাকে ছলনাময়ী
ছলনা করে হতে হয় তাকে জয়ী
প্রতিটি কথার কথায় থাকে ছলনা।

মমতাময়ীর মমতা
এরই মাঝে রয়েছে যতকথা
মমতা ছায়া তলে ভুলে যায় দুখ
সেই মমতায় ভরে যায় পুরা এই বুক।

ছলনাময়ীর ছলনা
আছে যতো ছলাকলা
ছলনাময়ীর ছলনা যায়না ভোলা
জীবনটাকে করে দেয় আলাভোলা।

মমতাময়ীর মমতায়
অনেক কিছুই আসে যায়
মমতার ও স্নেহে পূর্ণ করে আয়
ছলনার পদতলে মমতা রাখা দায়।

দেরী হলেও
জানতে পরি সবাই ;
কে করেছি কার সাথে ছলনা?
কে দিয়েছিলো উজার করে মমতা!