জীবন
এম এ মাসুদ রানা
জীবন সংগ্রামে চলছি একা
নেই কোন সজনীর দেখা,
কি আসে আর বা কি যায়
আয়োজন সবে হবে বৃথা?
তা নিয়ে আর কিছু ভাবি না
জয় না হয় পরাজয়,
হবে তো নিশ্চয়
হব মনে হয় যন্ত্রণায় ক্ষয়।
বারে বারে ফিরে আসে
ঘুরে যায় কি আর?
জীবন চলে কি ভাবনায়
তা নিয়ে আছে কি তার?
রচনাকাল ১৮/১২/২০১৭