লাল সবুজের নিশান
এম এ মাসুদ রানা
লাল সবুজের পতাকাটার
খুঁটি ধরো শক্ত করে
আনতে সেটা, বীর সেনারা
জীবন বাজী ধরে।
বাংলা মায়ের বীর ছেলেরা
পায়নি ভয় মোটে
তাদের ত্যাগে মোদের মুখে
বিজয়ে হাসি বটে।
জালেমের হাত থেকে করবো
বিজয় নিশান খানি
লাল সবুজকে সজাগ রাখতে
জীবন দিতেও জানি।