________ কলম ________
___ এম এ মাসুদ রানা ___
কলম চলে বজ্রকঠিন
শব্দ দিয়ে বারুদ পরে
কাপুরুষদের ঠিকানা নড়ে
গ্রেনেড বোমা ছুড়ে মারে।
কলম চলে গোপন পথে
আঁধার রাতে থাকে সাথে!
নির্বিচারে পারুল মরে
অমানুষের গহীন বনে,
হচ্ছে কথা ক্ষণে ক্ষণে
নুসরাত কি রবে বনে।
কলম চলে দেশব্যাপী
লাশের বন্যায় ভাসাভাসি।
ধর্ষণ করে যে, মা বোনেরে
বেঁচে থাকা কি আর সাজে,
মরণ সুর হৃদয়ে বাজে।
মরণ জালা মনে নিয়ে
অপেক্ষায় থাকে দিনে রাতে।