খেয়ালি
এম এ মাসুদ রানা
খেয়ালি ক্ষণে ক্ষণে,
মোর কথা যদি আসে তোর মনে,
বুঝিবে আমি আছি তোর সনে
খু্ঁজিতে হবে না তোকে জনে জনে।
থাকিবো না"তো গহীন কোন বনে
অযাচিত হয়ে থাকি না"তো রণে।
খুঁজিতেছো বল তুমি বনে বনে
খু্জিতেছো বল তুমি জনে জনে।
তোর ভাবনায় আসে না কেন?
সর্বক্ষণে থাকিস তুই মোর মনে।
দূরে রাখি না তোকে কোন ক্ষণে
তোকে বলি না কখনো অন্য জনে।
বেকুলতার মাঝেই তো আকুলতা
এরই মাঝে হয় না'কি প্রীতি খোঁজা?
মিস ছাড়া, হয় কি গো ভালবাসা?
ভালবাসার নামে দিচ্ছো মিছে আশা।
রচনাকাল ২৫/০২/২০২০