ইন্দ্রিয় বচন
এম এ মাসুদ রানা
মন করে শুধু চলি আর চলি
পা হয়ে গেছে চুপ,
মেঘ আঁকছে দারুণ চিত্রলেখা
ঝরছে বৃষ্টি টুপ টুপ।
দোর-জানালা করে সবাই বন্ধ
বুকের মাঝে বন,
কাজ কর্মের ছন্দে ঘামের গন্ধ
খুঁজে ফিরে মন।
মন কেবল করছে যে, উড়ু উড়ু
ঘরে নাহি কেহ চাই,
মনকে বলি, 'দ্বিধা দন্দ ছেড়ে
পায়ের কাছে যাই"।