হলো না
এম এ মাসুদ রানা
কেনাকাটা হলো না
ঈদগাহে কেউ গেল না
প্রিয়াও মোরে শুভেচ্ছা দিলো না
ঈদটাও ভালো করে হলো না।
থেকে গেলো আফসোস
সবাই মিলে করে বুদবুদ
মনে বহে হুদ হুদ
করে সবাই খুদবুদ।
মন করে বিষণ ডর
বুকে করে ধরফর।
হুকুম হয় না নড়চড়
বাইরে আসলে বলে মর।
বাইরে আসে না কোন তরে
কাছে আসে না করোনার ডরে
কাছে আসলে কেউ যদি সে মরে
এখনো মানুষ মরে সমান্য জ্বরে।
বলে সবে কোন কিছু হলো না
গাড়ি ঘোড়া চলে না
দোকান পাট খুলে না
অফিস আদালতে অভিযোগ চলে না।
রচনাকালঃ ২৫/০৫/২০২০