হৃদয় রানী
এম এ  মাসুদ রানা

বুকভরা স্বপ্ন, মনে আছে ভালোবাসা
সাথে আছে সেই নিষ্পাপ হৃদয়ের আশা।
স্বপ্নরা মেলছে ডানা, হৃদয়ে দিয়েছে হানা
সেই তরে ধরেছে নতুন নতুন বাহানা!

আচ্ছা!
একবার কি ফিরে দেখা যায় না?
একবার কি কাছে আসা যায় না?

তাছাড়া;
নতুন করেও কিছু বলা হয় না!
নতুন করে কি আকাশে ঘুড়ি হওয়া যায় না?
এই হৃদয় একবার কমল পরশ দিতে পারবে না?
ভালবেসে কি হাত দুটি একবার বাড়াতে পারো না?

হ্যাঁ,
আমি বসে আছি,
তোমার পথেই চোখ মেলে চেয়ে আছি,
আমি জানি তুমি ফিরবেই,
আমার প্রিয়োসী হয়ে।

তুমি আবার আসবেই,
হ্যাঁ আমি জানি সত্যি আমি জানি,
কারণ তুমি যে, আমার হৃদয় রানী।

২৮/১০/২০২০