ফিরে এসো তুমি
এম এ মাসুদ রানা

বৃষ্টির জন্য বসে আছি;
যদি বৃষ্টি আসে,
বৃষ্টির পথ চেয়ে আছি
বৃষ্টি এলে নাচি।

মনে হয় বৃষ্টি নামবে
বাজবে আনন্দের বাজ
আকাশ ভেঙে প্রবল
বৃষ্টি নামবে আজ।

আকাশে মেঘ রয়েছে
বাতাসে স্তব্ধতা
আমার আকাঙ্খা বৃষ্টি
রয়েছি আমি বদ্ধতায়।

আমার পানে
সজীবতা হয়ে মৃয়মান প্রাণ
ফিরে এসো তুমি
ফিরিয়ে দাও ভালোবাসার মান।

রচনাকাল ১৫/০৩/২০১৯