ছলনাময়ী
এম এ মাসুদ রানা

দুঃখ দিয়েছো তুমি
কিছু বলিনি
তুমি যে, ছলনাময়ী
আগে জানিনি।

নিঝুম রাতে একাকী হলে
মন ভেঙ্গে যায়
স্মৃতি নামের স্মৃতির পাতা
আমায় কাঁদায়।

স্বপ্ন ভেঙ্গে স্বপ্ন নিয়ে
সুখেই আছে তুমি
আমাকে কষ্ট দিয়ে কি
সুখে রবে এমনি?