চিরকুট
এম এ মাসুদ রানা

কারো চিরকুট এমনই থাকে
অশ্রু পাতে হাতে লেখা
কিছু শব্দমালয় থাকে, চোখ  
পড়লেই শিহরনের দেখা

কিছু চিরকুটের গভীর ভাষায়
মন করে ব্যাকুল
ক"টি কথা পড়ে আবার কত
জন হয় আকুল।

দুই চার লাইনে কিছু কথায়
হৃদয় ছুয়ে যায়
মনের গভীরের অতলে সে যে
অনেক কথা কয়।

কারো চিরকুটের শব্দশৈলীতে
থাকে ভয়ের কথা
জানার পরে শুরু হতে থাকে
মন পিঞ্জরে ব্যথা।