------- পরিবর্তন
          এম এ মাসুদ রানা

স্বর্গ সুখে থাকো না তোমরা সবাই
নতুন নতুন স্বজনদের কাছে নিয়ে।
আমায় ভুলে থাকো নতুনদের ভীড়ে
আমায় সাথে রেখো না সুখের নীড়ে।

আমার করুণ সময়ে বলো না আয়
তোমরা আমায় বলে যাও বাই বাই
আমার করুণ সময়ে বলো না হাই
বিধির বিধান এটাতে কি আসে যায়।

ভুল করে তোমাদের সুখের দিনে
ডাকো না আমায় আর বারে বার
আমি আগের মতো এখনো আছি
তোমাদের বিপদে সদা কাছাকাছি।

যেমন আছি এখন এই ধরনীতলে
নিদারুণ ক্ষণে ক্ষণে পরেছি জলে
আমার এমন হয়েছে কর্মের ফলে
ঘুরতে পারি না তোমাদের সাথে  মলে।

নিজেকে সরিয়ে নিয়েছি সবার থেকে
বলতে আসো না আগের মতো ভেবে,
তুমি ঘুমিয়ে আছো না আছো জেগে
আমার সাথে চলো বলো না আর রেগে।

আমার দূর-সময়ে এসো না কাছে
সু-সময় এসো কাছে সবাই নেচে নেচে
তখন বলিও সবাই ঘুমিয়ে না জেগে
তখন না হয় করুণার কাথা বলিও রেগে।

বিধির বিধানে আসবে আমারও সু-দিন
বাজবে আমার তো সুখের নতুন বীণ।
সেদিন করবো না হেলা তোমাদের মতো
বলবো না আমার সাথে করেছো যতো।

আবারও বলি সুখে থাকো সুখের তরে
পরিবার প্রিয়জনকে রেখো যত্ন ভরে।
একাকীত্ব হলে নিরদ্বিধায় ডেকো আমায়
বিমুখ করবো না তোমাদের মতোই তাই।

রচনাকালঃ ২১/০৭/২০২১