চাই না বিভেদ
এম এ মাসুদ রানা
আলিয়াও না, কওমিয়াও না,
হানাফিও না, আহালেও না,
মালিকিও না, শাফিয়িও না,
হানবালিও না, হানিফিও না,
চাই না বিভেদ মুসলিমে।
চাই না ভেদাভেদ মোরা
কুরআন-সুন্নাহ ও হাদিসে।
শ্রেষ্ঠ নবীর পথটা ধরি
তাঁর কথায় মোনাজাত করি।
আখিরাতের পথ সুগম করি
এই বাসনায় ইমান ডোরী
যেন না হয় জাহান্নামের খড়ি।
নাজাত পেতে চান গুনাহ ছাড়ুন
আর ছেড়ে দিন শিরক, বদী।
পদ পদবীর লোভটা ছাড়ুন
নবীর ডাকে এগিয়ে আসুন
জান্নাত পেতে ইবাদত করুন।
রচনাকালঃ ১২/০৯/২০১৯