বিরহী মন
এম এ মাসুদ রানা
আষাঢ় ও শ্রাবনের মধ্য রাত,
তুমুল বৃষ্টি করেছে যে, কাত,
মনের মাঝে জাগে প্রনয়ের স্বাদ।
উষ্ণতা খুঁজে হৃদয়ের আকুলতা
বুক জুড়ে একাকীত্বের হাহাকার।
নেই কোথাও আলো নিশানা
আঁধারে ঢেকেছে ঘোটা পল্লী।
জানালার পাশে শুধু তুই নেই
বিষন্নতা লাগে বিরহী হৃদয়ে।
ব্যকূলতায় আছি আলো ছাড়ায়
দু"চোখে নেই কোন নিদ্রা।
পথিকেরা ভুলে গেছে পথ
হারিয়ে ঠিকানা হয়েছে নিঃস্ব।
বিরহী দু’চোখে, হয়েছে
একাগ্র বর্ষার জলে সিক্ত।