বন্ধ করো
এম এ মাসুদ রানা
তোমরা জালিম, তোমরা নাস্তিক,
তোমারা বড়ই স্বার্থপর!
মঞ্চ কাঁপিয়ে শান্তির কথা বলিস
আবার কথায় কথায় মানুষ মারিস।
জুলুম নির্যাতন এসব দেখে
খুনের নেশা তোদের উঠে ফেঁপে,
বিশ্ব জনতা উঠেছে কেঁপে।
মানব নিধন করতে গেলে
কাঁপে উঠেনা তোদের মন!
এখানে ওখানে বিশ্বজুড়ে
মা-বোনদের আহাজারি!
এইসব দেখে করছো কেন হাসাহাসি
থামছেনা তোদের খুনাখুনি।
শান্তির আশায় প্রহর গুণি।
বিশ্ব মঞ্চে বড় বড় শান্তির ভাষণ
তোরা এরার বন্ধকর।
সবকিছু ছেড়ে চীনের দিকে লক্ষ কর
আমার দাবী মানব হত্যা বন্ধ কর।
কোন বিবেক নিয়ে করিস বাস
কথায় কথায় মানুষ মারতে চাস।
তোরাই না জাতীর কাণ্ডারি
বন্ধ করো তোদের সব ভণ্ডামি।
রচনাকাল ২৭/০২/২০২০