------------ বিফলতা ------------
------ এম এ মাসুদ রানা -------

আজ বহে বুকে যমুনার বান
কথায় কাজে ছিল না কি মান?
তাইতো হচ্ছে হৃদয় খানখান
চলে যাবে বুঝি এ-ই প্রাণ।

কথায় কাটে সবাই কথার ভাজ
করে যাই সবে মন দিয়ে কাজ
সেজেছো এখন অনুপম সাজ
বাঁজিতেছে কানে আনন্দের বাজ।

নতুন নতুন লোকের মাঝে
রয়েছো প্রিয়োজনের সাথে
মনোযোগ দিয়েছো নতুন কাজে
আমার কথা মনে নাহি আসে।

ব্যথাতুর হৃদয়ে ব্যর্থতা ঘুচাতে
করি এখন চেচামেচি কলরব।
ব্যর্থতা কাঁধে নিয়েছি সবে
একাকীত্ব হয়েছি এখন ভবে।

রচনাকাল ০২/০৩/২০২০