বিরহী লেখক
এম এ মাসুদ রানা

আমি কখনো লেখালিখি করতে চাইনি
আমি হতে চেয়েছিলাম তোমার।
তোমার প্রেমে ডুবে থাকতে চেয়েছিলাম
প্রিয়তম হওয়া শখ কত কি আর?

আমি কখনো কল্পনা করে ভাবিনি
আমার গল্পটা এমন হবে
আমার কাছে গল্প হয়ে রয়ে যাবে
তুমি কারো জীবনে রবে।

আমি অনেক অচেনা মানুষের ভিড়ে
শক্ত করে ধরেছিলাম হাতটা,
আমার ভয় ছিলো তোমাকে হারানোর
তুমি ধরলে না আমার কাঁধটা।

হাতটা ছেড়ে গেলে অচেনাদের ভিড়ে
তোমার সুখের গগণতলে
স্বপ্নে স্বপ্ন মনে করে আছি এই আছি
আমার নয়নের লোলাজলে।

আমার চেনা মানুষ হয়ে আছো মৃত্যুর
আগ পর্যন্ত থাকবে মনের কোণে,
তুমি অচেনা ভেবে ছেড়ে গিয়েছো বলে
অন্য কারোর কোমল মনে।

আমি ব্যর্থ প্রেমিক হয়ে ব্যর্থ জীবনের
নির্মম এক কবিতা লিখি ,
প্রতিটি কবিতায় আছো তুমি ছিলে
জীবনের একমাত্র শ্যাম।

আমি এক বিরহী শ্যামা
যে কষ্ট দিয়েছো হয়নি কি একটুও মায়া?

তাই তোমায় লিখব বলে সারা রাত
সারা দিন এটাই ভাবি ,
নিঃশব্দে লিখে গিয়েছি তোমায় নিয়ে
কতো যে কবিতা।

শুধু তোমার জন্য হয়েছি সবার মাঝে
এক বিরহী লেখক।