বিরহের দিন
এম এ মাসুদ রানা
কোটিপতির সাথে প্রিয়ার বিয়ের আয়োজন
সেই বিয়েতে করেছে আমায় নিমন্ত্রণ
যে প্রিয়া ছিলো আমার প্রাণের চেয়ে দামী
তার বিয়েতে কি উপহার দিবো বল আমি?
প্রিয়া দু'টি চোখে পরত যখন দু'টি চোখ
অজানার সুখে ভোরে যেতো সারা বুক।
ইশারায় ও কথার মাঝে খুঁজে পেতাম সুখ
ছোয়ার সাথে সাথে হারিয়ে যেতো হুস।
পাঁচ বছরের ভালোবাসা হলো মূল্যহীণ
তাই বাজেনি তোমার হৃদয়ে প্রেমের বীণ।
তাই দেখে দেখে কসটতে হবে সারাদিন
তোমার হৃদয় ছিলো ভালোবাসা মূলহীন,
নিমন্ত্রণ দিয়ে রাখলে না তো কোন ঋণ
শুরু হলো গেলো জীবনের বিরহের দিন।