বিনিময়
এম এ মাসুদ রানা
বিভাবসুর তীব্রতা
ক্লিষ্ট জনজীবিকা
জ্যোত্স্ন ভাস্কর কিরণ দেয়
ভবা স্বর কিরণে আছে যে,
অভিমান স্পর্শকাতর হবে জ্যোত্স্ম,
জ্যোত্স্মগ্রহনে।
শৈল্পিক স্বর্গে সোহাগী বরণ
সম্প্রদায় আজি বিব্রত পতনে
পূর্বে ছিলো কি রতন?
যাচেনি কেউ তার যাতনা।
উচ্চ শিখার গলুক প্রস্তর
আসুক বয়ে শৈল্পিক স্বর্গ
থাকুক না মড়িঘরে-
আশাতীত মানবের লাশ।
তুলির ডগায় বিকৃতি রক্ত
রক্তে মাঝে মাঝে ভেসে আসে
আশাতীত রক্তের স্বপ্ন।
রক্তের প্রতিটি ফোঁটা
যাচিতে চাই কি এর কারন?
রচনাকালঃ ২৪/০৭/২০১৯