অশরীরী প্রেম
এম এ মাসুদ রানা
চুপিচুপি করে অবুঝ মন
প্রেমে পরেছো যখন
মিছে কিছু পাবার আশায়
অভিসারীর কালোমেঘ
নিষিদ্ধ কামনার রং
দেখেছো রঙিন স্বপন
নিভৃত রুদ্ধতার দ্বারে।
ঠোঁটে ঠোঁটে মিলিয়ে নয়
শরীরে প্রনয়ের সাথে নয়
চোখে চোখে দেখা শুধু নয়
তিব্রতার অনুভূতির অনুভবে;
মনের মাঝে উতল তরঙ্গের তরে;
ছুঁয়ে দিতে হয় প্রেমময়ী মন
রাধাপদ্ম সৌরভে জুটেছিল যেমন।