আত্মসমালোচনা
এম এ মাসুদ রানা
আমি কিছু হারিয়ে ফেলেছি
কিছু পেয়ে ছিলাম,
আমি এই ভেবে ভেবে এক দিন
খুবই কেঁদে ছিলাম।
কিন্তু আজ চুপচাপ হয়ে আছি
জীবনের কাছাকাছি
এই ভেবে যে, যা হারিয়ে ছিলাম
তা নিয়েই নাচানাচি।
আমি সত্যি কি তা কখনো
পেয়েছিলাম?
আসলেই তা কি কখনো পাওয়া
যোগ্য ছিলাম?
এই ভাবনায় কাটিতেছে আমার
দিবস ও রাত,
তাই নিয়ে আজ কমে গেছে
জীবনের অনেক কাজ।
রচনাকালঃ ২৬/০৪/২০১৮