অন্তঃকথ্য
এম এ মাসুদ রানা
মন ভালো নেই, মন খারাপের দিনে;
সব থেকে বেশি দামে,
বেদনা নিলাম কিনে।
মন ভালো নেই, মন খারাপের রাতে;
তোমার চোখে সানন্দ দেখে,
মেঘলা সে আকাশে।
মন ভালো নেই, মন খারাপের প্রহরে;
কোথাও পায় না আনন্দ খুঁজে,
একলা লাগে বিষন্ন শহরে।
মন ভালো নেই, মন খারাপের ক্ষণে;
বুকের গহীনে থেকো তুমি,
একলা অনুসরণে।