অনু সূচনা
এম এ মাসুদ রানা
ফুরাতে যৌবন কাঁদিবে তুমি
জোড়ায় জোড়ায় ব্যথা
কিশোর জীবন করিবে স্মরণ
ভালইতো ছিলে সেথা।
বৃদ্ধকালে আবার কাঁদিবে তুমি
হইবে তখন আপন পর
একাকী যখন বসে থাকবে তুমি
ভাল লাগবে না বাড়িঘর।
পৃথিবীর বাস্তবতা বড়ই নির্মম
জন্ম মৃত্যুর কোলে শেষ
একই হাঁড়ির রান্না অন্ন খেয়ে
যৌবন বৃদ্ধের বলে বেশ।