'''''''''''''' অনন্ত প্রেম ''''''''''''''
'''''' এম এ মাসুদ রানা '''''
সুখ পাও যদি তুমি
দু"হাত পেতে নাও!
হৃদয় গহীনের ভালবাসার
সুরভী ছুয়ে দাও।
মনে যদি টানে তোর
ছুটে যায় বারে বার
বুঝে নিও সেই খানে
কিছু কিছু আছে আবার।
দাঁড়িয়ে আছে, অনন্ত প্রেম
তুলে নিতে দোষ কি তাতে,
মনে ছুঁয়ে যায়।
তোমার চাঁদের আবীরে
যদি গভীর রাতে এসে
দীপশিখা জ্বলায় তোর মনে।
কাছে টেনে নিও তুমি
দেখবে কতো ঝরা পাতার স্বপ্ন
যদি হয় ক্ষনিকে,
অনন্তকাল থাকবে তোর মনে।
রচনাকাল ০৭/০২/২০১৯