অমোঘ প্রীতি
এম এ মাসুদ রানা
তোমার কথায় ফুল ফোটে
আঁধার রাতে জ্যোছনা ,
হৃদয় মাঝে কাননে কাননে
নীরবে নীরবে কূজন গোপনে
মধুর মিলনে মোহনা।
তোমার ভাবনায় সুর আসে
অঙ্গে পতঙ্গে নতুন বাসনা
মন বিতানে মঞ্জুরিতে
গানে গানে রাগের ঝংকার
অমোঘ প্রীতি টানে।
তোমার সঙ্গে সুখ তরঙ্গ
ফাগুন চৈত্রের পলাশ ,
উপত্যকার শীতল বাতাস
জুড়িয়ে মনের উষ্ণ হতাশ
প্রাণে শ্বাস প্রশ্বাস।
রচনাকালঃ ২৫/০৮/২০১৯