অমিল
এম এ মাসুদ রানা
ওজনে হরদমে মালামাল
কম দিয় নামিয়ে
নেওয়ার সময় নেয় তারা
বাটখারা ঝুলিয়ে!
ফলমূল খাদ্য রাখে তারা
বিষ দ্রব মিশিয়ে
মানুষের স্বাস্থ্য হানি করে
যাতা কলে পিষিয়ে।
কামুক কাজে নেই সুখ
ক্ষয় করে পিঞ্জর,
ঈমানের কোন জোর নেই
ভিত্তিটাও যে, নড়বড়।
ক্রোধে ভরা আছে অন্তর
ক্ষতবিক্ষত এই অন্তর
কর্মতে হিয়াতে নেই গতি
মন্থর হয়েছে প্রান্তর।