একজন করোনা পজিটিভের গল্প
এম এ মাসুদ রানা
কিছু দিন ছিল গলা ব্যথা
তার সাথে হলো মাথা ব্যথা
তারপর শুরু হলো সর্বাঙ্গে ব্যথা
গলা খুসখুস ও হালকা খাসি তো আছেই।
সংগ্রহ করল এবার নমুনা
পরিক্ষা হলো কোন এক সরকারি ল্যাবে
অপেক্ষায় আছি কিছু ক্ষণ পরে রিপোর্ট দেবে।
রিপোর্টের আশায় আছি হোম কোয়ারান্টাইনে,
রিপোর্ট এলো মোর করোনা পজিটিভ,
নিয়ে গেলো আইশোলোশনে
শুরু হলো একাকীত্ব জীবন
এই বুঝি এলো মোর কাছে মরণ।
জীবন কাটিতেছে শুধু নিরাশায়
এই জীবন হলো বিথায়
প্রাণ যে কখন যায়।
ডাক্তার আসে যখন
জানতে চাই মোর হয়েছে কী প্রোগেসিভ।
চিকিৎসা নেই, নেই কোন ভেষজ,
কি অসুখ আসলো পৃথিবীতে আজব
অনেকেই বলে এটা হলো আল্লাহর গজব।
তাহলে আমি কি বাঁচবো না আর?
বাঁচার তো স্বাদ জাগে মনে বার বার।
অনেকে করোনার ছোবলে হারিছে প্রাণ
জীবনের স্বাদ স্বপ্ন হয়েছে অবসান।
সচেতনতা কেউ তো ফিরে পেয়েছে প্রাণ
আমি বাঁচাতে চাই, আমার জান।
তাই তো বলি বাঁচতে চাই, বাঁচতে চাই
আমি বাঁচাতে চাই।
এখনো আইসোলশনে আছি বাঁচার আশায়।