একাকী মন
এম এ মাসুদ রানা
একাকী নিরবতায়
শুধু তোমায় ভাবে
চঞ্চলা ও অশান্ত মণ।
জানি না মিলবে কবে দেখা?
মিলন কবে কী তোমার সাথে ?
তুমিও কি ভাবো আমায় নিয়ে?
না এর মঝে অন্য কিছু আছে!
তোমারি বিচরণ হরদমে করি
তোমায় স্বরণ।
তোমার স্মৃতি নেয় পিছু।
মনের ঘরে করে শুধু ঘুর ঘুর
এক অন্য নেশা,
ভাল থেকো তুমি, সুখে থাকো তুমি
সূখ পাখি নিয়ে।
চায়বো না কোন জবাব।