অজুহাত
মাসুদ রানা
আমায় তরীমণি বলে আর কেউ ডাকবে না।
ভালোবেসে কেউ অার কবিতা লিখবে না।
রংধনুর সাত রং নিয়ে কেউ অাসবে না।
যা-হোক, বলবি দোষ কি ছিল অামরা?
আমায় ছেড়ে তাহলে, কেন চলে গেল?
ওহ! তুই তো বলছিস, ওটা তোমার অভিনয়।
তবে, অামি যেটা জানেছি,
ওটা তোমার মিথ্যা অজুহাত।
অামার বিস্বাস,
তুমি ঠিক একদিন সবকিছু ঠিক করে
আমার নদীর খেয়ায় ভাসাবি।
অার বুকে জরিয়ে বলবি,
আমি পারি নাই ভুলতে তোমাকে।