অদ্ভুত স্বভাব
এম এ মাসুদ রানা
সোজা কথা বুঝতে চায়না
বাঁকা কথায় খুঁজেন স্যার
হায়রে মানুষ অন্ধ আর বেহুশ
চালে পাকা জটিল কার
কেউবা ফানা বিবেক কানা
জনম বাঁকা টেরা ঘাড়
কথার তীরে বিদ্ধ করে নয়
সুযোগ বুঝে পগারপার
কেউতো আবার শুধুই পাবার
স্বার্থলোভী চাটুকার
নানান ধাঁজে ব্যক্তি করে পূজা
স্বার্থ শেষে তিরস্কার!