আধুনিক সমাজ
এম এ মাসুদ রানা
বিবেক গেছে মরে, মিথ্যায় গেছে ভরে,
আধুনিকতার হাত ধরে,
সবাই রয়েছে আপন স্বার্থ নামক ঘরে
অযোগ্য দিয়ে সমাজ ভরে।
ইজ্জত লুটে সম্পদ খাওয়ার কামনায়
বেশ্যা বানাতে প্রস্তুত তাঁরা,
অসৎপথে অর্জিত সম্পদের পাহাড়ে
মুনাফা গুনতে থাকে যারা।
বিবেক হয়েছে চিরতরে, খতম ভবে
সবাই জগতে স্বার্থ খুঁজে,
সুন্দর ধরাতে হয়েছে স্বার্থপরে ভরা
পাগল হলেও অর্থ বুঝে।