আবেগ
এম এ মাসুদ রানা
জানি না কেন তোমার এতো আবেগ
তোমার উতলা আকাশে জমেছে মেঘ,
বৃষ্টি ঝড়িয়ে তোমার আবেগ করো শেষ
ঝড়াও জল আছি তো কাছাকাছি বেশ।
তুমি চেয়ে দেখো আমার পানে
সূর্যালোকে ফোটা কত রকমের ফুলে,
ফাল্গুনে মৌ মৌ গন্ধে পাখি উদাস মনে গায়,
তৃষ্ণাতূর মনে জাগে যদি শিহরণ কোন ক্ষণে
শুকে নিও ফল্গুধারা সুরভী ঘ্রাণ ভাঙ্গা নিশিতে।
যদি মন কাঁদে আগেব ভুলে কোন লগনে
ব্যাকুল হয়ে থাকবে না কখনো যত্নে
চাদনী রাতের শিশির কণায় ভিজে গেলেও
তুমি খুজে পাবে আমারে!
আমি বলি ফিরে এসো আমার পানে।
রচনাকাল ২১/০৩/২০১৯