অবুঝ মন
এম এ মাসুদ রানা
মনের অজান্তে মন যদি
তোমাকে ভালোবাসে ফেলে,
ক্ষমা করে দিও তুমি আমাকে
বৃষ্টি ঝড়া দু'চোখে শূন্যতা শুধু থাকে
মরা পাতা যাক না ঝড়ে বৃষ্টির জলে।
বেদনা থেকে যাক, আমারে মনে
সুখে থেকো তুমি, যদিও কারো সনে।
থাকো সুখে ভাস সুখে, সুখের সাগরে
তীরে রইব দাঁড়িয়ে, তোমার আসার তরে।
আমি না হয়, অতি নগণ্য একজন
অনন্তর পথে অপেক্ষায় রেখ না সারাক্ষণ।
থাকবো চেয়ে, তোমার আপেক্ষাতে
আমার পৃথিবীটা, তুমি বিনা একাকারা
দিয়েছি ওগো তোমার করে, এই ভূবন
তোমার কাছে, চাই না কোন মূল্য,
তবু হবে না'কি ভালবাসার সমতুল্য?
অন্যের নীলাকাশের বুকে, রংধনু সাজাতে,
আমি এসেছি অযাচিত প্রথিক হয়ে।
জীবনে দেখা না দিলেও, দেখা দিও মরনের।
চাইবো না জোর করে পেতে তোমার ভালবাসা
তোমার ভালবাসা চাওয়াটাই যে, মিছে আশা
নিঃস্বার্থ হয় না তো কখনো কোন ভালবাসা।