আবেগী মন
এম এ মাসুদ রানা
কিছু কিছু পরিচয় হয়ে থাকে অচেনা
তারা কল্পনার রঙে ছড়ায় দুটি ডানা।
মনে মনে ছবি এঁকে যায় দিবানিশি
তাদের মনের তুলিতে আল্পনায় সুখ।
কিছু জানা নাইবা হলো তাদের জানা
তৃষ্ণাত্ব বুকে কোন থাক না শূন্যতা।
কাছে এসে প্রেমী হারিয়ে যায় সব কথা
কষ্টের ঢেউ যতই আসুক তাদের বুকে!
থাকে না কোন ব্যথা তাদের মনে।
রচনাকাল ১৫/১২/২০১৮