মুক্ত পাখির মত আমরা নবীন কিশোরদল,
মোদের হাসিতে বিশ্ব হাসে আনন্দ টলমল,
মোর রঙেতে ওষ্ঠে রাঙা সূযি মামা ওঠে,
তার আলোতে সকালবেলা নানান ফুল ফোটে |
নদীর যখন জোয্|র আসে বষারই
কালে,
রিমঝিমিয্ বৃষ্টি পরে ছনদে তালে তালে,
ও সেই তালে তালে বিশ্ব নাচে আনন্দ শতদল,
মুক্ত পাখির মত আমরা নবীন কিশোর দল |
যখন তুলো তুলো মেঘ ওরে শরতেরই কালে,
তখন দুঃখকে বেধে রাখি সুখেরি জালে,
সেই সুখেরই বিনেসুতায্ সবাইকে বাধি চল,
মুক্ত পাখির মত আমরা নবীন কিশোরদল ||*||