ভেবেছি তোমার চোখের দিকে
আর তাকাবো না।
চোখে চোখে ঘর্ষণে
ভয়ংকর আগুন লেগে যায় মনে।
সরু মনের গলিতে
দমকল পারবে না ঢুকতে।
অনেকবার ভেবেছি
মনের গলিটা বড়ো করি।
কিন্তু তোমার মাপের যে
অন্যের প্রবেশ নিষেধ কঠোর ভাবে।
তোমার দিকে না তাকিয়ে থাকতে পারিনা,
আর মনের মধ্যে লাগা আগুন ,
কে নেভাবে?
তাই এবার ভেবেছি তোমার চোখে,
আর তাকাবো না।