ভাবিনি ভাবিষ্যত কি?
কৈশোর থেকে যৌবনের
উত্তাল সমুদ্রের ঢেউ গুনেনি।
অজস্র ঢেউএর অভিঘাত
বুঝেনি।
পাড় ভাঙা নদীর তীরের
দুঃখ ভাবিনি।
ভাঙা তীরে দাঁড়িয়ে
নদীর কলকল হাসির মানে বুঝেনি।
পাহাড়ের ওপর থেকে পাথর
গড়িয়ে পড়ার অর্থ বুঝেনি।
উজ্জ্বল তারার খসে পড়ার সৌন্দর্যে বিভোর
খসে পরার মানে বুঝিনি।
যৌবনের শেষ প্রান্তে এসে
আগত ভবিষ্যতের কথা ভাবি
আসলে ভবিষ্যতে কী?
প্রেমিকাকে স্ত্রী রূপে পাওয়া কি
ভবিষ্যত?
আজকে বেঁচে থেকে কাল দেখা কি
ভবিষ্যত?
প্রতিদিন লড়াই করে কালকের সঞ্চয় কি
ভবিষ্যত?
বর্তমানকে অসুস্থ করে কী
সুস্থ থাকা ভবিষ্যত?
ভবিষ্যতের ভয়ে বর্তমানকে বিসর্জন কি
ভবিষ্যত?
যৌবনকে ভবিষ্যতের জন্য নষ্ট করাই কি
ভবিষ্যত?
সব ঝরে পড়ার ভবিষ্যত কি
ভবিষ্য মৃত্যু?