তার প্রেমে পড়েছি
প্রতিদিন তার কিনারায় যায়,
তার সাথে খেলা করি,
তার ছলছল শব্দ শুনি ।
তারে বলতে পারিনা" প্রেম করবে ?"
ছলছল শব্দে সে যেন বলে
"প্রেম আবার কি?"
"ও তো ক্ষণস্থায়ী ।"
কত যুগল কে দেখেছি-
এই কিনারায় বসে গল্প করতে।
কয়েক মাস বা বছর খানেক পর
পাল্টে গেছে যেকোনো একজন।
হায়!কোন দিন  কি এসেছিলাম
তার তীরে গোলাপী সন্ধ্যার সাথে?
ছিল সে একদিন আজ আছে দূরে
ভালোবাসার মধ্যে কি খুঁজি তারে ?
প্রেম আমার হয়েছে চলচ্ছক্তিহীন ,
ভালোবাসা ভয়ে কাঁপে রাত দিন।
তুরতুরী তোমাকে তাই ধরি জড়িয়ে ,
ছেড়ো না মোরে দিয়ো না দূরে ঠেলে ,
ক্ষণস্থায়ী সে প্রেম যাক জলে।
বলে ওঠে প্রিয়তমা তুরতুরি যেন-
আজ আসবে আমার তীরে,
কাল যদি পাও আরো ভাল তীর,
যাবে ছেড়ে চলে।
আছি আমি যেমন বয়ে যায় একমনে,
কোনো দুঃখ পায় না মনে।
দেখেছি তাদের চোখে
আমার থেকেও বেশি জল ঝরে।
কিছু নাই বলি ,দেখি প্রিয়তমা তুরতুরীকে
আঁখি জল আমার তো দিবারাত ঝরে।