নাম তার তুরতুরি
ছোট্ট দেহ ধরি
চলে সর্পিলাকার।
দুরের ঐ পাহাড় হতে
কত সুখদুঃখের স্মৃতি
নিয়ে বুকে চির বহমান ।

গ্ৰাম কয়েক খানি
ছলছল করে পানি ।
মাছেরা করে খেলা
হাঁটুর জলে মেলা।
জেলেরা হয় খুশি
ধরে মাছ রাশি।

দুঃখ তার অনেক খানি
তোলে বালি হ্নদয় খুঁড়ে
বক্ষ পিঞ্জর রক্তাক্ত করে
লুঠ করে পাথর খানি।
শত অত্যাচার সয়ে
চলে নিরবে বয়ে।
ভালোবেসে গ্ৰামখানি
কতদিন পারবে  জানি
মায়ের বুক দিয়ে
আগলে রাখতে সে?