যদি হয় দেখা কোন দিন তার সাথে
তুরতরি নদীর ঐ বাঁকের তীরে ।
জিজ্ঞাসা করব তারে -
ভালোবাসা কাকে বলে?
তুরতুরীর জলের ধারার প্রতিটি শব্দে
সে কি কোন দিন শুনিনি -
ভালোবাসার মানে?
তুরতুরিকে জিজ্ঞাসা করি প্রতিদিন
-"দেখোনি তাকে?"
জলধারা ছলছল করে বলে যায়
আসে সে মাঝে মাঝে তীরে।
আমার কথা সে বলে না তোমায়
তুরতুরি লাজুকে বয়ে যায়।
পড়ে থাকে হৃদয় ভাঙা নুড়ি জলে
তুলে আপন মনে জুড়ি তারে।
হায় প্রতিদিন যায় নদীর ঐ বাঁকে
দেখা না পায় তার যে।
নদীর বাঁক আর আমার জীবন বাঁকে
দুই জনে বয়ে চলি জীবন খোঁজে।