একদিন তোমাকে রেখে-
যেমন ছিলে পাঁচ বছর আগে
অচেনা দুজন দুজনের ,
আজ ঢের চেনা দুজনের
তবু যেতে হবে চলে।
চলে যাব, চলে যাব
তোমার কাছ থেকে দূরে ,
তোমার চক্ষু থেকে অনেক দূরে ,
তোমার মন থেকে অনেক অনেক দূরে।
কাছে পাবে না
দেখা আর হবে না।
আস্তে আস্তে যাবে ভুলে ,
যে ভাবে তারা হারিয়ে যায়
ভুলে যায় মহাকাশ ।
যে ভাবে পাখি
ভুলে যায় তার ঝরা পালককে
তুমি ও যাবে ভুলে।