তুমি আর আমি কিবা চাই আর
কাটিয়ে দেবো অনন্ত বছর
পার হয়ে যাবো হাজার পথ
সাঁতরে যাবো সাত সমুদ্র।
পার হয়ে যাবো আটকামা
পার হয়ে যাবো আন্টাটিকা।
হাতটি দুটি তোমার আমার
টানবো নৌকা আবার।
ভয় নেই কোনো প্রেয়সী
ভালোবাসার বর্ম গায়ে পড়েছি।
আসবে ঝড় , কাঁপবে জীবন
নিভবে না প্রেম প্রদীপ।
ঝড় ঝঞ্ঝা ক্ষনিকের যাবে কেটে
সূর্যের আলো সাথে পাখা দেব মেলে।