আমার জন্য জীবন অগাধ
একদিন ভেবেছিলাম।
তোমার জন্য আমিই পৃথিবী
একদিন ভেবেছিলাম।
তোমার জন্য দিনরাত আমিই
একদিন ভেবেছিলাম।
তোমার মন মস্তিষ্কের আমিই
একদিন ভেবেছিলাম।
তোমার হৃৎস্পন্দন আমিই
একদিন ভেবেছিলাম।
একদিন পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে
ভেবেছিলাম নীচে তুমি তো আছ।
একদিন সমুদ্রের টেউ এ সাঁতরেছি
ভেবেছিলাম তুমি তো আছো।
ভেবেছিলাম বিপদ আবার কি?
তুমি তো আছো।
এখন সব বদলে গেছে কেমন যেন।
এখন ভয় লাগে পাহাড়ের চূড়ায় উঠতে
এখন ভয় লাগে শান্ত সমুদ্রে সাঁতরাতে।
এখন হৃৎস্পন্দনের ভিতর কেমন করে।
আজ আমি আছি, তুমিও আছ
শুধু তুমি নেই সেই তুমি।